ধর্মঘট কারা ডেকেছে আমার জানা নেই: শাজাহান খান

Passenger Voice    |    ০৯:৪৬ এএম, ২০২১-১১-০৭


ধর্মঘট কারা ডেকেছে আমার জানা নেই: শাজাহান খান

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান এমপি জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাড়ি ঘোড়া বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই। মালিক বা শ্রমিকদের কোন সংগঠন এ ধর্মঘট ডাকেনি।

গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছে। এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়।

মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়ার ব্যাপারে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া মাসিক ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও আজ তৃতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তবে চলাচল করছে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী পরিবহণ।